নারী উন্নয়ন শক্তি’র ‘এনজিও লিডারশীপ অ্যাওয়ার্ডস’ লাভ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশের নারী সমাজের উন্নয়নে ভূয়সী পদক্ষেপ রাখার জন্য নারী উন্নয়ন শক্তি ‘বাংলাদেশ এনজিও লিডারশীপ অ্যাওয়ার্ডস-২০১৮’ পদক লাভ করেছে।

মুম্বাই, ভারতের পাওয়ার ব্রান্ড গ্লোবাল-এর সাথে যৌথ অংশীদারিত্বে ওয়ার্ল্ড সিএসআর ডে এন্ড ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি ২৩ সেপ্টেম্বর ২০১৮ রেডিসন ব্লু ঢাকা, বাংলাদেশ ভেন্যুতে এই পদক প্রদান অনুষ্ঠানটি আয়োজন করে।

ড. আফরোজা পারভীন, নির্বাহী পরিচালক নারী উন্নয়ন শক্তি’র পক্ষ থেকে তার সংস্থার সম্মাননা পদকটি গ্রহণ করেন।

বাংলাদেশ উইমেন লিডারশীপ অ্যাওয়ার্ডস, বাংলাদেশ বেষ্ট এমপ্লয়ার ব্রান্ড অ্যাওয়ার্ডস এবং বাংলাদেশ মাষ্টার ব্রান্ড অ্যাওয়ার্ডস এই তিনটি ক্যাটেগরীতে পদক দেওয়া হয়। ব্র্যাক ব্যাংক, পাঠাও, বৃটিশ-আমেরিকান টোবাকো এবং টেলিকম কোম্পানী রবিসহ বেশ কিছ সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য এই পদকগুলো লাভ করেন।

নারী উন্নয়ন শক্তি ১৯৯২ সাল থেকে নারী ও শিশুর উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

https://www.facebook.com/afroja.parvin/videos/10216972828615932/

ছবি : নারী উন্নয়ন শক্তি’র নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন (ছবিতে বাম থেকে ২য়)

Print Friendly

Related Posts