আজ ভারতকে হারাতে চাইবে আফগানরা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ৪ বছর পর মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। সবশেষ ২০১৪ এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দল দুটি। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে ওই একবারই ভারতের বিপক্ষে খেলেছিল নবী-আসগর আফগানরা। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ রানে অলআউট হয়েছিল। জবাবে ৩২ ওভারেই ভারত ২ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছিল।

আবুধাবিতে আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। আফগানরা হারতে হারতে তেতে আছে। এশিয়া কাপে পাকিস্তানের পর হেরেছে টাইগারদের সাথেও। তাই আজ সম্মান রক্ষায় ভারতকে হারাতে চাইবে আফগানরা।

অবশ্য গেল চার বছরে আফগানিস্তানের ক্রিকেট বিস্তর বদলে গেছে। তারা টেস্ট মর্যাদা পেয়েছে। এখন তারা জয়ের জন্যই মাঠে নামে। তাদের দলে রয়েছে বিশ্বসেরা বোলার। বিশ্বমানের বেশ কয়েকজন স্পিনার, অলরাউন্ডার। তারা এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে স্থান করে নিয়েছে। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। হাড্ডাহাড্ডি লড়াই করেছে বাংলাদেশের বিপক্ষেও। এবার তাদের সামনে ভারত পরীক্ষা। এই পরীক্ষায় কেমন কী করতে পারে আফগানরা দেখার বিষয়।

এবারের এশিয়া কাপের প্রত্যেক ম্যাচেই আফগানিস্তানের ব্যাটসম্যানরা ভালো করেছেন। স্পিনাররা রান দেওয়ার ক্ষেত্রে বেশ হিসেবি ছিলেন। তারা ফাইনালে যেতে না পারলেও এশিয়া কাপের এবারের আসরের দ্বিতীয় সেরা ধারাবাহিক দলের নাম আফগানিস্তান। সে কারণে ভারতের মাথা ব্যাথার কারণ হতে পারত আফগানরা।

Print Friendly

Related Posts