ধোনির মাইলস্টোন ম্যাচে আফগানিস্তানের ঐতিহাসিক ‘টাই’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভারতের বিরুদ্ধে টাই করে ইতিহাস রচনা করলেন আফগানিস্তানের ক্রিকেটাররা৷ মহেন্দ্র সিং ধোনির মাইলস্টোন ম্যাচে থ্রিলার দেখল ক্রিকেটবিশ্ব৷ শেষ পর্যন্ত দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচ ড্র করল আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত আফগানিস্তান৷

মহম্মদ শাবজাদের দুরন্ত শতরানে প্রথম ব্যাটিং করে এদিন আট উইকেটে ২৫২ রান তোলে আফগানিস্তান৷ ১১৬ বলে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন আফগান উইকেটকিপার ব্যাটসম্যান শাহজাদ৷ রান তাড়া করতে নেমে শুরুটা ভলো হলেও মিডল-অর্ডারের ব্যর্থতায় এক বল বাকি থাকতেই ২৫২ রানে থেমে যায় ভারতের ইনিংস৷ শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান৷ কিন্তু মাত্র ৬ রান তোলে মেন ইন ব্লু৷ শেষ ওভারের পঞ্চম বলে রশিদ খান জাদেজাকে তুলে নিয়ে ইতিহাস করেন৷ ম্যাচের সেরা সে়ঞ্চুরিকারী আফগান ক্রিকেটার শাহজাদ৷

আফগান ম্যাচে জোড়া মাইলস্টোন ছিল ধোনির৷ প্রায় দু’ বছর পর ফের নেতৃত্বে ফেরেন দু’টি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক৷ শুধু তাই নয়, মঙ্গলবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন মাহি৷ তবে ধোনির মাইলস্টোন ম্যাচে জয় অধরা থেকে গেল৷ আফগানিস্তানের কাছে থেমে গেল ভারত৷ তবে আফগানিস্তানের বিরুদ্ধে ধোনিরা টাই করলেও আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া৷ শুক্রবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে তা ঠিক হবে  আজ বুধবার৷ সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যারা জিতবে ফাইনালে তারা খেলবে রোহিতদের বিরুদ্ধে৷

আরও একটি মাইলস্টোনের সামনে ছিলেন ধোনি৷ ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন থেকে মাত্র ৯৫ রান দূরে থেকে এদিন আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নামেন মাহি৷ কিন্তু ব্যক্তিগত ৮ রানে ড্রেসিংরুমে ফেরেন তিনি৷ আফগান অফ-স্পিনার জাভেদ আহমেদির বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন এই ম্যাচে ভারত অধিনায়ক৷ কিন্তু রিপ্লে-তে দেখা যায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার ধোনি৷ বল উইকেটে লাগত না৷ কিন্তু ভারতের হাতে কোনও রিভিউ না-থাকায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ড্রেসিংরুমে ফিরতে বাধ্য হন মাহি৷

 

Print Friendly

Related Posts