লিটন-মিরাজে শতরান পার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি পেয়েছেন লিটন দাস। ১৮তম ইনিংসে পেলেন প্রথম ফিফটি। আগের সর্বোচ্চ ছিল ৪১, এই এশিয়া কাপেই আফগানিস্তানের বিপক্ষে। রবীন্দ্র জাদেজাকে স্কয়ার ড্রাইভে চার হাঁকিয়ে ৩৩ বলে পঞ্চাশ পূর্ণ করেন ডানহাতি ব্যাটসম্যান। এই সময়ে তিনি চার মারেন ৬টি, ছক্কা ২টি।

আজ ফাইনালে সবাইকে অবাক করে দিয়ে লিটনের সঙ্গী হিসেবে নামিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তাতেই বাংলাদেশ পেয়েছে টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ ওপেনিং জুটি, প্রথম শতরান ছাড়িয়ে যাওয়া জুটি। ৪৬ বলে ছুঁয়েছে জুটির পঞ্চাশ। ১৮ ওভারে পার হয়েছে শতরান। লিটন ৮৫ ও মিরাজ ৩০ রানে অপরাজিত আছেন।

২০তম ওভারে যাদবের বলে রাইডুে হাতে ক্যাচ আউট হন মিরাজ। তার স্থলে মাঠে এসেছেন ইমরাউল কায়েস।

Print Friendly

Related Posts