সাভার থেকে অপহরন হওয়া শিশু ধামরাইয়ে উদ্ধার

রাসেল হোসেন, ধামরাই: সাভার থেকে অপহরন হওয়া শিশু ইসরাফিল (১১) ৪ ঘন্টার পর ধামরাই থেকে উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।এ সময় অপহরন কারী মোঃ নুর-নবী (২০) নামে এক জনকে আটক করা হয়।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সোমভাগ ইউনিয়ন কাউন্সিল এলাকা থেকে উদ্ধার করা হয়।অপহরন কারী নুর নবী টাইঙ্গাইল জেলার নাগরপুর থানার মইষামরি গ্রামের মৃত সোলেমানের ছেলে।

পুলিশ জানায়, ইসরাফিলকে সাভার থানা রোড থেকে পাচারের উদ্দেশে কৌশলে ডেকে আনে নুরনবী । নুরনবী সোমভাগ দিয়ে যাওয়ার সময় ইসরাফিল চিৎকার করলে জনতার সন্দেহ হয়।পরে তাকে আটক করে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে নুরনবী ও ইসরাফিলকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইসরাফির সাভার থানা রোড সাহাবুদ্দিন হাজীর বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকত ।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম লিটন জানান,আমি ও আমার সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নুরনবী ও ইসরাফিলকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। ইসরাফিলকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এঘটনায় একটি অপহরন মামলা দায়ের করা হবে।

Print Friendly

Related Posts