বরগুনায় হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগসহ ১২ জনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার সকাল ১০ টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রইসুল আলম রিপনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, কেওড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান হনিফ মাতুব্বর, মোহনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ও বরগুনা প্রেসক্লাবের সদস্য জাফর হোসেন হাওলাদার, সদর ইউনিয়নের সাবেক মেম্বার আনছার উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, বরগুনা সদর ইউনিয়নের হুমায়ুন কবির প্রমূখ।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য, বরগুনা সদর ইউনিয়নের দঃ হেউলিবুনিয়া গ্রামের আল আমিন-(৩৫) নামের এক যুবককে কুপিয়ে চোখ উপড়ে ফেলা হয়। পরে আল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আল আমিনের মা রাশেদা বেগম বাদী হয়ে ১২ আগষ্ট বুধবার রাতে সদর ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগসহ ১২ জনকে আসামী করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।

Print Friendly

Related Posts