স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন চান শিক্ষানুরাগী শেখ ফরিদ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার (উপজেলার একমাত্র বালিকা বিদ্যাপীঠ) সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছে ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শেখ ফরিদ বেপারী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনজুর আহমদ, প্রতিষ্ঠাতা আসিফ আলী, সদস্য সচিব মনিরুল হক পাটোয়ারী ও সদস্যবৃন্দ পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য পদে দ্বিতীয় মেয়াদে আদুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব শেখ মো. ফরিদ বেপারীকে নির্বাচিত করে।

শিক্ষানুরাগী আলহাজ্ব মো. শেখ ফরিদ বেপারী বলেন, স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে নতুন কমিটির সকল সদস্যদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে স্কুলের অর্জিত সুনামের জন্য শিক্ষক ও পরিচালনা কমিটিসহ ছেংগারচরবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে এ সফলতা ধরে রাখার আহ্বান জানান তিনি।

আলহাজ্ব মো. শেখ ফরিদ বলেন, শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে শিক্ষাদান করে নৈতিক মূল্যবোধ সম্পন্ন পরিপূর্ণ মানুষ সৃষ্টি করতে হবে। অনৈতিক কাজ থেকে দূরে থেকে নিজেদের মূল্যবোধ সম্পন্ন দায়িত্বশীল মানুষ হিসেবে শিক্ষার্থীদের নিকট অনুকরণীয় হয়ে উঠতে হবে। শিক্ষকরা দেশের ভবিষ্যৎ উন্নয়নের নিয়ামক শক্তি।

কমিটিতে আরো যারা রয়েছেন, মনজুর আহমদ (সভাপতি), প্রতিষ্ঠাতা সদস্য আসিফ আলী, দাতা সদস্য মো. গোলাম হোসেন, অভিভাবক সদস্য মমিনুল হক মনির, আলাউদ্দিন প্রধান, আহসান উল্লাহ দর্জি, রুবেল প্রধান। অভিভাবক সদস্য (মহিলা) বানেছা বেগম। শিক্ষক প্রতিনিধি- কামাল উদ্দিন, মনির হোসেন, মোসা. রোকেয়া খাতুন ও সদস্য সচিব মোহা. মনিরুল হক পাটোয়ারী (প্রধান শিক্ষক)।

Print Friendly

Related Posts