গেইল-নারিনের জায়গা হল না ওয়েস্ট ইন্ডিজ দলে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ক্যারিবিয়ান স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ তারকাদের৷ একঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটার জায়গা পেয়েছেন দলে৷ শুধু টি-২০ স্কোয়াডে পোলার্ড ও আন্দ্রে রাসেলের উপস্থিতি আলাদা করে চোখ টানছে৷

জামাইকার হয়ে শেষ লিস্ট-এ ক্রিকেটে খেলে ফেলা গেইল ব্যক্তিগত কারণে ভারত সফরে আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ আফগানিস্তান প্রিমিয়র লিগে খেলার জন্যই ভারত সফর থেকে দূরে সরে থাকলেন তিনি৷ তবে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পরবর্তী ওয়ান ডে সিরিজগুলি খেলবেন বলে শোনা যাচ্ছে৷

বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি মঞ্চে আন্দ্রে রাসেল ও কায়রন পোলার্ডের ওয়ান ডে দলে না থাকা অবাক করেছে ক্রিকেটমহলকে৷ যদিও টি-২০ দলে ফিরেছেন পোলার্ড৷ রাসেলও রয়েছেন টি-২০ দলে৷ দু’টি দলেই সুনীল নারিনের জায়গা না হওয়ায় তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হল নিশ্চিত৷

ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে স্কোয়াড: জেসন হোল্ডার (ক্যাপ্টেন), ফ্যাবিয়ান অ্যালেন, সুনীল অ্যাম্ব্রিস, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেতমায়ের, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কীমো পল, রোভম্যান পাওয়েল, কোমার রোচ, মার্লন স্যামুয়েলস, ওশান থমাস৷

ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড:কার্লোস ব্রাথওয়েট (ক্যাপ্টেন), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, শিমরন হেতমায়ের, এভিন লুইস, ওবেদ ম্যককয়, অ্যাশলে নার্স, কীমো পল, খারি পিয়ের, কায়রন পোলার্ড, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, ওশান থমাস৷

Print Friendly

Related Posts