কার্যকর হলো ডিজিটাল নিরাপত্তা আইন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ কার্যকর বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ সোমবার এ সংক্রান্ত বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনটি কার্যকর হলো।

প্রেসসচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংসদে কোনো বিল পাস হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়।

এর আগে গত ২৯ জানুয়ারি খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা তথ্যপ্রযুক্তি আইন থেকে সরিয়ে সেগুলো আরও বিশদ আকারে যুক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনটির খসড়া তৈরির পর থেকেই এর কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানান সাংবাদিকরা।

বিরোধিতার পরও বিলটি সংসদে পাস হলে তাতে রাষ্ট্রপতিকে স্বাক্ষর না করার আহ্বান জানানো হয়। সম্পাদক পরিষদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এই বিল পাসের বিরোধিতা করে কর্মসূচিও দিয়েছিল।

Print Friendly

Related Posts