শপথ নিলেন তিন বিচারপতি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।

নবনিযুক্ত তিন বিচারপতি হচ্ছেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো.নূরুজ্জামান।

এ নিয়োগের ফলে আপিলের দ্বিতীয় নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জিনাত আরা। এর আগে প্রথম নারী বিচারপতি ছিলেন নাজমুন আরা সুলতানা।

আর নিয়োগ পাওয়া বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের অপর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সহোদর।

সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. জাকির হোসেনের পরিচালনায় শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা হলো সাতজন। আগে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতি ছিলেন। অন্যরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

এই তিন বিচারপতি নিয়োগের ফলে বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সাতে উন্নীত হল।

Print Friendly

Related Posts