কোক-পেপসি-নেসলে সব থেকে বেশি দূষণ ছড়াচ্ছে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নামি ব্যান্ডের দামী প্যাকেজিংই আপনার পরিবেশকে দূষিত করছে বেশী।২০১৬ সালে “Break Free from Plastic” বিশ্বের বিভিন্ন সমুদ্র উপকূল থেকে প্লাস্টিক জাতীয় দ্রব্য উদ্ধারের উদ্যোগ নেয়। এখনও পর্যন্ত তারা পৃথিবীর ৪২টি দেশের উপকূল প্লাস্টিকমুক্ত করেছে।

কিন্তু কোন ধরণের প্লাস্টিক জাতীয় দ্রব্য সবচেয়ে বেশী উঠে এসেছে জানেন? আপনার প্রাণপ্রিয় খাদ্য-পানীয় প্রোডাক্ট কোকা-কোলা,পেপসি,নেসলে’র মোড়ক। এইসব নামী ব্যান্ডের পাশাপাশি রয়েছে ডানোন, মণ্ডেলেজ, প্রোক্টের এন্ড গ্যাম্বেল, ইউনিলিভারের মতো কোম্পানির নামও।

“Break Free from Plastic” ১৮৭,০০০ টিরও বেশি প্লাস্টিকের টুকরো উদ্ধার করেছে। যার মধ্যে ৬৫% প্লাস্টিক কোকাকোলা,পেপসি এবং নেসলের।

সংগঠনের বিশ্ব সমন্বয়কারী ভন হারনান্দেজ জানিয়েছেন,বিশ্বের এই দূষণের জন্য কোম্পানিগুলির অবদান তারা নিজেরাও অস্বীকার করতে পারবেন না।

সূত্রের খবর, সেপ্টেম্বরের ৯ থেকে ১৫ তারিখের মধ্যে ১০হাজার ভলেন্টিয়ার ২৩৯ টি উদ্যোগ নিয়েছেন প্লাস্টিকমুক্ত করার। এছাড়া পরিবেশ রক্ষার্থে ৪২টি দেশের সমুদ্র উপকূল প্লাস্টিকমুক্ত করা হয়েছে। ভন হারনান্দেজ জানিয়েছেন,”কোম্পানিগুলিকে একটি বিষয় বেছে নিতে হবে।

তারা সমস্যার অংশ হতে চান নাকি সমাধানের অংশ হতে চান?” যদি তারা এই পদ্ধতিই চালিয়ে যান, এবং প্যাকেজিং-এর জন্য অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করতে চান তারা শুধুমাত্র দূষণকে আরও উৎসাহ দেবেন।

প্রায় ১ লক্ষের কাছাকাছি প্লাস্টিক যা তৈরি হয়েছে পলিস্টেরিন,পিভিসি,পিইটি জাতীয় রাসায়নিক দিয়ে। যা একেবারেই জীবাণুবিয়োজ্য নয়।

শত সতর্কতা সত্ত্বেও প্লাস্টিক ব্যবহারে রাশ টানা যায়নি। বরং প্রতি বছর বেড়ে চলেছে এর ব্যবহার। যা গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে চলেছে প্রতিনিয়ত। এবং এই প্লাস্টিকগুলি বেশীরভাগই জীবানুবিয়োজ্য নয়।

এখনও পর্যন্ত এই বিপুল পরিমাণ প্লাস্টিকের মাত্র ৯ শতাংশকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা গেছে।

Print Friendly

Related Posts