পবিপ্রবিতে স্নাতকে ভর্তি পরীক্ষা ১০ ও ১১ ডিসেম্বর

পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর এবং “বি” ও “সি” ইউনিটের পরীক্ষা ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১০ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২০ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এদিকে পবিপ্রবির ভর্তি পরীক্ষায় এবছর থেকে প্রথম বারের মতো “এ” ইউনিটের মোট আসন সংখ্যার সর্বোচ্চ ১০ গুন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে এবার থেকে শিওর ক্যাশ, রকেট ও বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধের ব্যবস্থাও রয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড.মুহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে “এ” ইউনিটের আসন সংখ্যার সর্বোচ্চ ১০ গুন শিক্ষার্থীকে নির্বাচিত করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে। দুর্ভোগ এড়াতেই নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.pstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Print Friendly

Related Posts