মেসি এগিয়ে, তাই হঠাৎ ‘অদৃশ্য’ ব্যালন ডি’অরের ভোট

ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে এ বছর লিওনেল মেসি পরিষ্কারভাবেই ফেভারিট নন! কিন্তু যে ফরাসি ম্যাগাজিন পুরস্কারটি দেয়, এবারের ঘোষণার আগে একটি জরিপ করেছিল তারা। সেই জরিপে ভোটের হিসেবে মেসি শীর্ষে উঠতেই আচমকা ‘অদৃশ্য’ হয়ে গেছে অনলাইনে দেয়া ভোটের ওয়েবসাইট।

জরিপে যে পর্যন্ত ভোট হয়েছিল, তাতে ৪৮% ভোট পেয়ে অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন মেসি। দ্বিতীয় স্থানে ছিলেন মোহামেদ সালাহ। মিশর ও লিভারপুল তারকার ঝুলিতে পড়ে ৩১% ভোট।

জরিপের তিননম্বরে ছিলেন ধর্ষণ অভিযোগে জেরবার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ও জুভেন্টাস তারকা পান মাত্র ৮% ভোট। এমন শতাংশের ভোট পড়ার পরই হঠাৎ করে অনলাইন থেকে ভোট মুছে ফেলা হয়েছে।

যদিও জন মতামত ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তবুও এভাবে একটি ভোট প্রক্রিয়া চালু করে তা হঠাৎ সরিয়ে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন ফুটবল ভক্তরা।

Print Friendly

Related Posts