বরগুনায় ১৫০ পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

ইফতেখার শাহীন, বরগুনা॥  রকমারী আলোক সজ্জার বর্নালী বাহারে সাজানো হচ্ছে বরগুনা জেলার ৬টি উপজেলার ১৫০ টি পূজামন্ডপ। চলছে মহা ধুমধামের সাথে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি। ইতোমধ্যে জেলার অধিকাংশ পূজামন্ডপের প্রতীমা গড়ার মূল কাজ শেষ হয়েছে। এখন প্রতিমাকে সাজানোর কাজে পূজা মন্ডপগুলোতে চলছে ব্যস্ততা। হাতে

আর মাত্র ৩ দিন বাকি। তাই রাত-দিন চলছে সাজ-সজ্জার ধুম। সবমিলিয়ে উৎসবের জন্য মুখিয়ে আছে সাগর উপকুলীয় বরগুনা জেলার সনাতন ধর্মাবলম্বীরা।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন মন্ডপের কাজ প্রায় শেষ। প্রস্তুতির শেষ পর্যায়ে কোন কোন মন্ডপে চলছে রংতুলির কাজ, আবার কোথাও কোথাও চলছে সাজ-সজ্জা, প্যান্ডেল ও ডেকোরেশনের কাজ।

অপরদিকে প্রয়োজনীয় পন্য কেনা কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। জামা কাপড় তৈরি, কেনা-কাটায় সরগরম বিপণীবিতানগুলো। ঘরে বাইরে পূজাকে নিয়ে চলছে চরম ব্যস্ততা । চারপাশে চলছে উৎসবের আমেজ।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর জেলার ৬টি উপজেলার ১৫০ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বরগুনা সদর উপজেলায় ২৭ টি, আমতলী উপজেলায় ১২ টি, পাথরঘাটা উপজেলায় ৪৭ টি, বামনা উপজেলায় ১৬ টি, বেতাগী উপজেলায় ৩৬ টি এবং নবগঠিত তালতলী উপজেলার ১২ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে।

বরগুনা জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন শীল জানান, পূজাকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী ১৫ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দুর্গার অকাল বধন অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবককর্মী নিয়োগ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের লক্ষে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

Print Friendly

Related Posts