প্রতিভার সন্ধানে ইতালীতে শুরু হচ্ছে দি রাইজিং স্টার
ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি : একটা সময় রোম তথা ইতালীর সাংস্কৃতিক অঙ্গন ইউরোপের সেরা অবস্থানে ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এখন ভিন্ন। প্রতিষ্ঠিত অনেক জনপ্রিয় শিল্পীর বিলেত পাড়ি জমানো, সমাজে বিনোদন কমে যাওয়াসহ অনেক কারন এর পিছনে রয়েছে।
ইতালী ছেড়ে অন্য দেশে চলে গেলেও, আশার কথা হলো অসংখ্য সঙ্গীত অনুরাগী প্রতিভাবান শিল্পী এখনো ইতালিতে রয়েছে এবং দেশ থেকেও অনেকে আসছে।
সময়ের দাবী, প্রয়োজন এখন নতুনদের প্লাটফর্ম করে দেয়া, দেশীয় কৃষ্টি সংস্কৃতি বিদেশে ছড়িয়ে দিয়ে মর্যাদা অর্জন করা।
যারা প্রতিনিয়ত ইতালীর বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে, সেই মূলধারার সাংবাদিকদের উদ্যোগে ‘প্রতিভার সন্ধানে’ শিরোনামে ইতালিতে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে “The Rising Star”
আয়োজকরা ইতিমধ্যে নিজেদের থিম সং এর সাথে ইতালির বিভিন্ন শহরের অংশ বিশেষ নিয়ে মার্জিত একটি ভিডিও চিত্র প্রচারে আলোড়ন সৃষ্টি করেছে।
পাশাপাশি দি রাইজিং স্টার ইভেন্ট অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, ইতিমধ্যে অনেকে রেজিস্ট্রেশনও করেছে। যারা অনলাইনে করতে চান তারা এই লিংকে ক্লিক করতে পারেন https://form.jotformeu.com/TheRisingStar/the-rising-star