দেশে প্রায় আড়াই কোটি মানুষ পুষ্টিকর খাবার খেতে পায় না

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ খাদ্য নিরাপত্তার জন্য আরো নানা কর্মসূচি থাকা সত্ত্বেও দেশের মোট জনসংখ্যার ১২.৯ শতাংশ বা ২ কোটি অতিদরিদ্র এবং দরিদ্র ২ কোটিসহ মোট ৪ কোটি মানুষের অর্ধেকই বেশি কম ও অল্প কম খেতে পায়। বাংলাদেশে এখন প্রায় আড়াই কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খেতে পায় না বলে অপুষ্টিতে ভুগছে। রক্তস্বল্পতায় ভুগছেন ৪৪ শতাংশ নারী। শিশুদের মধ্যে খর্বকায় (কম উচ্চতাসম্পন্ন) ৩৬.১%, কম ওজনসম্পন্ন ৩২.৬% এবং কৃশকায় ১৪.৩%।

বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিক্স-বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধানত উত্তরবঙ্গসহ দেশের কয়েকটি জেলায় অতিদরিদ্রসহ দারিদ্র্যের হার এখনও আশংকাজনক (৪২%-৭০%-এর উপরে)।

এ পরিস্থিতি দেশে সকল মানুষের মৌলিক অধিকার খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বস্ত্র ও বাসস্থান প্রতিষ্ঠার বিষয়কে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে। তাই অবিলম্বে ‘খাদ্য অধিকার আইন’ প্রণীত হলে অতিদরিদ্র ও দরিদ্রদের খাদ্য অধিকার কার্যকর করার প্রয়োজনীয় পরিকল্পনা এবং সে অনুযায়ী বাজেট বরাদ্দের ব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি আইন বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা কার্যকর করার মাধ্যমে অতি দরিদ্রদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে সকল দরিদ্রে খাদ্য অধিকার নিশ্চিত হবে। এর ফলে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ ও  ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ, এসডিজির ১নং লক্ষ্য ‘দারিদ্র্যের অবসান’ এবং ২নং লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’সহ সকল লক্ষ্য অর্জনে দেশ এগিয়ে যাবে।

তাই ক্ষুধামুক্ত সমাজ গঠনে চাই কৃষিবান্ধব পদক্ষেপ ও খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানিয়েছে চট্টগ্রামে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে  গণজমায়েত ও আলোচনা সভায় বিভিন্ন বক্তারা।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খাদ্য অধিকার বাংলাদেশ-চট্টগ্রাম, আইএসডিই বাংলাাদেশ ও অন্যান্য সহযোগী সংস্থার আয়োজনে ১৬ অক্টোবর নগরীর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজমায়েত, র‌্যালী শেষে আমেরিকান কর্নার চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও খাদ্য অধিকার বাংলাদেশ চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন।

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক ও খাদ্য অধিকার বাংলাদেশ চট্টগ্রামের যুগ্ন আহবায়ক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেয়াজুল হক জসিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দীন, সরকারি মহসিন কলেজের অধ্যাপক ইদ্রিস আলী, সিভয়েস২৪ডটকম সম্পাদক এম নাসিরুল হক, সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ।

আলোচনায় অংশ নেন নারী নেত্রী ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, চট্টগ্রাম জেলা স্কাউটস এর সাবেক সম্পাদক অধ্যাপক শাহনেওয়াজ, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, শৈলীর প্রধান নির্বাহী নাসির উদ্দীন অনিক, আইডিএফ এর সুর্দশন বড়ুয়া, সংসপ্তকের অগ্রদুত বড়ুয়া, আস্থাপন সোসাইটির নিশি আকতার, ক্যাব সদরঘাটের সভাপতি শাহীন চৌধুরী, সুফিয়া কামাল ফেলো জান্নাতুল ফেরদৌস, সুফিয়া কামাল ফেলো রুবি খান, ক্যাব পাঁচলাইশের সেলিম জাহাঙ্গীর, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জানে আলম, সেলিম সাজ্জাত, হারুন গফুর ভুইয়া, মোনয়েম বাপ্পী, ক্যাব বন্দরের আলমগীর বাদসা, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ, সম্পাদক নোমান উল্লাহ বাহার, সম্মিলিত সামাজিক সংগঠনের মোহাম্মদ এহসান প্রমুখ।

Print Friendly

Related Posts