উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন আলী আশরাফ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসাম্প্রদায়িক সমৃদ্ধশালী দেশ গড়তে নৌকা মার্কায় ভোট চেয়েছেন পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আ’লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ।

বৃহষ্পতিবার সকাল ১১ টায় দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন তিনি। পরে লেবুখালীর ইউনিভার্সিটি স্কয়ারে (পাগলার মোড়) এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুন এ আ’লীগ নেতা।

এসময় তিনি দক্ষিনাঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, পায়রা বন্দর, কুয়াকাটা ও লেবুখালীর সেতুকে কেন্দ্র করে পটুয়াখালী এক সময় সিঙ্গাপুর ও মালয়শিয়ার মত উন্নত হবে। তাছাড়া তাপ বিদ্যুত কেন্দ্র এ অঞ্চলে বিদ্যুৎ সমস্যার সমাধান করবে। দেশের দক্ষিনাঞ্চলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় যোগাযোগ বিল্পবের সাথে সাথে শিল্প বিপ্লব ঘটবে।

আলী আশরাফ আরও বলেন,  আগামী ২৭ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালী আসবেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেখানে উপস্থিত থেকে নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেব। পথসভায় অন্যান্যদের মাঝে লেবুখালী ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন, সরকারী লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, পাঙ্গাশিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ আকন উপস্থিত ছিলেন।

পরে  দুপুর ১২ টায় সাবেক এ ছাত্রনেতা লেবুখালী ফেরীঘাট, পাগলার মোড়, দুমকি বাজার ও বগা ফেরীঘাটসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তথ্য সম্বলিত প্রচারপত্র বিতরন করেন। এর আগে সকাল ১০ টায় আ’লীগ নেতা আলী আশরাফ লেবুখালী ফেরীঘাটে পৌঁছালে সহস্রাধিক নেতাকর্মী  ৫’শ মটর সাইকেলসহ বিশাল শোভাযাত্রা সহকারে তাকে স্বাগত জানান।
#

Print Friendly

Related Posts