দাঁতেও রঙ!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দাঁত হবে মুক্তোর মত সাদা। তবে হাল ফ্যাশনে অনেক কিছুই সম্ভব। চুল হাইলাইট করা এমনকী ঠোঁটে স্থায়ী রঙ লাগিয়ে ফেলার মত ফ্যাশন সামনে এসেছে অনেকদিন আগেই। তবে এবার দাঁতে রঙ লাগাতে চাইছে নতুন প্রজন্ম।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেউ দাঁতের রঙ করছেন গোলাপি, কেউ কপার, কেউ আবার নীল। নেলপালিশ নয়, নাম দেওয়া হয়েছে টুথপালিশ। আবার অনেকে বলছে ‘রেনবো টিথ’ অর্থাৎ রামধনু রঙে রাঙানো দাঁত।

teeth-+

‘ক্রোম’ নামে একটি সংস্থা নেলপালিশের মত এক ধরনের রঙ বিক্রি করেছে। সেটি দাঁতে লাগানো যাবে। গোলাপি, নীল, সবুজ, সোনালি ও রূপোলি রঙের টুথপলিশ বের করা হয়েছে। এই রঙ ২৪ ঘণ্টা থাকে দাঁতে।

ব্র্যান্ডটি লঞ্চ করেছেন ডেভিড সিলভারস্টাইন। ইনস্টাগ্রামে একাধিক মডেলের রঙিন দাঁতের ছবি পোস্ট করেছে ওই সংস্থা।

তবে এই রঙ কোনও খাবার খেলে উঠে যায় না, এর কোনও টেস্টও নেই। খাবার চিবোলে রঙটি ঘেঁটেও যায় না।ঠিক লিপ গ্লসের মত দেখতে একটি টিউবে পাওয়া যায় এই টিথ পলিশ। দাম ১৮ থেকে ২২ ডলার। আপাতত মোট ১০টি রঙে পাওয়া যাচ্ছে এই পলিশ।

Print Friendly

Related Posts