পবিপ্রবিতে জেলহত্যা দিবস পালিত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় জয়বাংলার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

পরে পুষ্পার্ঘ্য অর্পন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সকাল ১১টায় রেজিষ্ট্রার প্রফেসর ড.স্বদেশ সামন্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান ও পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম।

বক্তারা এসময় দেশের স্বাধীনতার জন্য জাতীয় চার নেতার অবদান তুলে ধরেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts