তুরিনে রোনালদোদের হারিয়ে নাটকীয় জয় ম্যাঞ্চেস্টারের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শেষ বেলার নাটকীয় পট পরিবর্তন৷ যা স্বপ্নেও ভাবেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অনুরাগীরা৷ জুভেন্টাস সমর্থকরা প্রিয় নায়কের স্বপ্নের গোলের সাক্ষি থাকলেও শেষমেশ হতাশা নিয়েই স্টেডিয়াম ছাড়তে হয় তাদের৷ শেষবেলায় ম্যান ইউ কোচের কটাক্ষও হজম করতে হয় তাদের৷

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-এইচের ফিরতি লেগে ঘরের মাঠে জুভেন্টাস মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের৷ প্রথম লেগে এল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউকে ১-০ গোলে হারিয়ে আসে ওল্ড লেডি৷ নিজের পুরনো দলের বিরুদ্ধে রোনালদো সেবার গোল করতে না পারলেও সেই আক্ষেপ মিটিয়ে নেন ফিরতি ম্যাচে৷ তুরিনে রেড ডেভিলসদের বিরুদ্ধে দুরন্ত গোল করেন সিআর সেভেন৷ তবুও ঘরের মাঠে জুভেন্টাসকে হারতে হয় শেষ বেলায় চার মিনিটের মধ্যে জোড়া গোল হজম করায়৷

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও রোনালদোদের দাপটই ছিল বেশি৷ দ্বিতীয়ার্ধে অন্তত তিনটি গোল করার সুযোগ পেয়েছিল জুভেন্টাস৷ ৬৫ মিনিটে রোনালদোর গোল ছাড়া বাকি দু’টি ক্ষেত্রে তাদের দলগত প্রচেষ্টা ব্যর্থ হয়৷ ৬৫ মিনিটে বনুচ্চির পিছন থেকে হাওয়ায় ভাসানো বল মাটিতে পড়ার আগেই অসাধারণ নিয়ন্ত্রণে তা ম্যাঞ্চেস্টারের জালে জড়িয়ে দেন রোনালদো৷ ৬৮ ও ৭৫ মিনিটে গোলকিপারকে একা পেয়েও দিবালারা গোল করতে ব্যর্থ৷

অন্যদিকে ৭৯ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামা মাতা ৮৬ মিনিটে গোল করে ইউনাইটেডকে ১-১ সমতায় ফেরান৷ ৮৯ মিনিটে অ্যালেক্স স্যান্দ্রোর আত্মঘাতী গোল জুভেন্তাসকে ঘরের মাঠে ১-২ গোলে হার মানতে বাধ্য করে৷ চলতি মরশুমে জুভেন্টাসের এটি প্রথম হার৷ ম্যাচের সারক্ষণ জুভে সমর্থকদের কটাক্ষ হজম করা ম্যান ইউ কোচ মোরিনহো মাঠ ছাড়ার সময় কানে হাত দিয়ে কটাক্ষ করেন তুরিনের গ্যালারিকে৷ যা নিয়ে জুভেন্টাস ফুটবলারদের সঙ্গে তাঁর ধাক্কাধাক্কিও হয়৷

Print Friendly

Related Posts