কেদারনাথ’র ট্রেলার : মুগ্ধ করলেন সারা আলি খান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লাভ-জিহাদের প্রচার করছে ‘কেদারনাথ’- এই অভিযোগের তোপেই সারা আলি খানের ডেবিউ ছবি ‘কেদারনাথ৷’ সমস্ত অভিযোগকে উপেক্ষা করে মুক্তি পেল ‘কেদারনাথ’র ট্রেলার৷ ফিল্মটি নিয়ে কন্ট্রোভার্সি কতদূর এগোবে তার কোনও ঠিক নেই৷ তবে ট্রেলার জুড়ে মুগ্ধ করলেন সারা আলি খান৷

সুশান্ত সিং রাজপুতকে যেন নজরেই পড়ল না দর্শকের৷ কে বলবে এটা তার ডেবিউ ছবি! চোখে মুখে অভিনয় ক্ষমতার দৃঢ়তা ফুটে উঠছে তার৷ এখনকার এ লিস্টেড অভিনেত্রীদের জায়গা দখল করতে নয়, নিজের আলাদা জায়গা তৈরি করবে নায়িকা সারার অভিনয়৷ অধিকাংশ দর্শকের মতে জাহ্নবী কাপুরের চেয়ে ঢের বেশি গুণি অভিনেত্রী সারা৷ তাঁর কথা বলা, চোখের চাহুনি, সবেতেই রয়েছে সাবলিল একটা ভাব৷

পাশাপাশি তিন মিনিটের ট্রেলারে নিজের সবটুকু উজার করে দিয়েছেন বলেই দাবি করেছেন তাঁর ফ্যানেরা৷ আজ্ঞে হ্যাঁ! ইতিমধ্যেই ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছে সইফ-কন্যার৷ তাদের কথায়, তিন মিনিটেই যদি সারার অসাধারণ পারফরমেন্স নজর কাড়ে তাহলে ছবিতে কী হবে৷ সব মিলিয়ে বেশ এক্সাইটেড সিনেপ্রেমীরা৷ ছবিতে তিনি এক হিন্দু পরিবারের মেয়ে লতার ভূমিকায় অভিনয় করেছেন৷ মা-বাবার সামনে শান্ত শিষ্ট থাকলেও দু’চোখে দুষ্টু-মিষ্টি ভাবও রয়েছে৷

অন্যদিকে সুশান্ত অভিনয় করেছেন মুসলিম ছেলে মাসুরের চরিত্র৷ হিন্দু-মুসলিম৷ দু’জনের সম্পর্ক৷ এবং কেদারনাথের প্রাকৃতিক দুর্যোগ৷ এই তিনটিকেই নিয়ে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবির চিত্রনাট্য৷ অভিনষেক কাপুর পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৭ ডিসেম্বর৷ ছবির প্রযোজনায় রয়েছেন, রনি স্ক্রিউওয়ালা, প্রজ্ঞা কাপুর, অভিষেক কাপুর এবং অভিষেক ন্যায়ার৷ ট্রেলার মুক্তির পর আপাতত মুভির গানের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে অনুগামীরা৷

Print Friendly

Related Posts