নারী খেলোয়াড়দের বসন ত্যাগ, তবে উদ্দেশ্য মহৎ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ উদ্দেশ্য মহৎ, তাই নারী খেলোয়াড়দের বসন ত্যাগে ক্ষতি কী! ইংল্যান্ডে ক্যান্সার রিসার্চ সেন্টারের জন্য ফান্ডিংয়ের ব্যবস্থা করতে এগিয়ে এলেন নারী খেলোয়াড়রা৷ সেটাও নগ্ন হয়ে৷

সম্প্রতি ‘বেয়ার অল ক্যাম্পেন’-এ যোগ দিয়ে এক ক্যালেন্ডার শুটের জন্য নগ্ন হয়েছেন ইংল্যান্ডের নারী বোলিং খেলোয়াড়রা৷ বিশ্ব চ্যাম্পিয়ন থেকে কমনওয়েলথে সোনা জয়ী, নির্বাচক থেকে ক্লাব খেলোয়াড় কে নেই সেই তালিকায়৷

মহৎ উদ্দেশ্যে এই ফটোশুটে অংশ নেন ব্রিটেনের হয়ে বোলিংয়ে ২০১০ কমনওয়েলথে সোনার পদক জয়ী ন্যাতালিয়ে চেস্টনে৷ অংশ নিয়েছেন আরেক কমনওয়েলথ চ্যাম্পিয়ন সিয়ান গর্ডন৷ এছাড়াও তালিকায় রয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন লোরাইনে৷ এই তিন চ্যাম্পিয়ন বোলিং খেলোয়াড়ের মাথা থেকেই অনাবৃত ফটোশ্যুটের মাধ্যমে ক্যান্সারের ফান্ডিং বৃদ্ধির আইডিয়া মাথায় আসে৷

titled-1

ন্যাতালিয়ে জানিয়েছেন, ‘আমদের প্রত্যেকের কোনও না কোনও বন্ধু বা আত্মীয় ক্যান্সারের শিকার হয়েছে৷ সচেতনা বৃদ্ধির প্রয়োজন৷ সেই সঙ্গে রিসার্চ সেন্টারগুলোর জন্য অনেক ফান্ডিংয়ের দরকার৷ আমরা নিজেদের মধ্যে মজার ছলে তার কিছুটা তুলে দেওয়া চেষ্টা করেছি৷ সকলে এগিয়ে আসুন, ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান৷’

ক্যান্সার রিসার্চের জন্য তৈরি ফান্ডিংয়ে এক পাউন্ড অর্থ সাহায্য করলেই বোলিং খেলোয়াড়দের শুট করা ক্যালেন্ডার মিলছে৷ এখনও পর্যন্ত ৭৫৮৬ পাউন্ড অর্থ সংগ্রহ করা গিয়েছে৷

 

Print Friendly

Related Posts