নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় ইইউ প্রতিনিধিদের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিটি ইইউ প্রতিনিধিদের বাংলাদেশ কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও নির্বাচনী সহায়ক গ্রুপের কো-চেয়ারদের ওই বিবৃতিতে বলা হয়েছে, ইইউ পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না এবং ভোটগ্রহণ প্রক্রিয়া বা ফল ঘোষণার পর কোনো মন্তব্যও করবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলও থাকবে না।‌‌

ইইউ পার্লামেন্টের দুই সদস্য ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও লিন্ডা ম্যাকআভানের সই করা ওই বিবৃতিতে বলা হয়, ইইউ পার্লামেন্টের কোনো সদস্যকে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টের পক্ষ থেকে পর্যবেক্ষণ বা মন্তব্য করার দায়িত্ব দেয়া হয়নি।

তারপরও এ নিয়ে কোনো সদস্য যদি বক্তব্য বা মন্তব্য করেন, তা ইউরোপীয় পার্লামেন্ট বা ইইউর প্রতিনিধিত্ব করবে না বলে ঘোষণা দেয়া হয়েছে সেখানে।

Print Friendly

Related Posts