ওয়েস্ট ইন্ডিজ লেজে-গোবরে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঢাকা টেস্টের তৃতীয় দিন ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅনেও হারিয়ে ফেলেছে ৯টি উইকেট।
বাংলাদেশের ৫০৮ রানের জবাবে ১১১ রানেই অলআউট হয়ে ফলোঅনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সফরকারীরা।
স্কোর: ১৭১/৯ (৪৭.৩ ওভার)। বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৮, ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১১।

ফলোঅনের আগেও বল হাতে দ্যুতি ছড়িয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট পান মিরাজ। শুধু কি তাই? তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্রেফ উড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ ১১১ রানে। প্রথমবারের মতো বাংলাদেশ প্রতিপক্ষকে ফলোঅনও করিয়েছে।

৫ উইকেটে ৭৫ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন শেষ ৫ উইকেট পেতে বাংলাদেশ বোলিং করেছে মাত্র ৫১ মিনিট। আগের দিনের ৩ উইকেটের সঙ্গে আজ আরো ৪ উইকেট নিয়েছেন মিরাজ। সব মিলিয়ে মিরাজের পকেটে গেছে ৭ উইকেট। ৫৮ রানে ৭ উইকেট নিয়ে মিরাজ ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়েছেন।

 

Print Friendly

Related Posts