বৃহস্পতিবারই মমতার মন্ত্রিসভায় রদবদল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জল্পনাকেই এবার সত্যি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবারই তিনি রাজ্য মন্ত্রিসভার রদবদল করতে চান বলে জানা গেছে৷  সচিবদের ডেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বৃহস্পতিবারেই মন্ত্রিসভার রদবদল করবেন তিনি৷ সেই সংক্রান্ত ফাইল তিনি রাজভবনে পাঠানোর নির্দেশ দেন৷

এর আগে শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করার পরই জল্পনা তুঙ্গে ওঠে মন্ত্রিসভায় রদবদলের৷ বিভিন্ন নতুন মুখের নাম শোনা যায়৷ কিন্তু তৃণমূলের একটা সূত্র মনে করছিল লোকসভা ভোটের আগে কোনও অদল-বদল করবেন না দিদি৷ কিন্তু অনেকের কাঁধেই একাধিক দায়িত্ব থাকায় তড়িঘড়ি রদবদলের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী৷ যেমন, শোভনের ছেড়ে যাওয়া দমকল ও আবাসন দফতরের দায়িত্ব বর্তেছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ওপর৷ উপরন্তু তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব রয়েছে কলকাতা পুরসভার৷

সূত্রের খবর, এবারের মন্ত্রিসভায় আমদানী হতে পারে বেশ কয়েকটি নতুন মুখের৷ এদের মধ্যে অন্যতম বিধাননগরের বিধায়ক সুজিত বসু৷ এর আগেও সুজিত বসুর নাম শোনা গিয়েছিল৷ শোভনের ছেড়ে যাওয়া দমকল দফতর দেওয়া হতে পারে তাঁকে৷ কিন্তু সেসময় থমকে যায় পরিকল্পনা৷ অবশেষে সেই সন্ধিক্ষণ হয়তো আসতে চলেছে বৃহস্পতিবার৷ একরকম সুজিত বসুর মন্ত্রীত্ব পাকা হয়েই রয়েছে বলেই খবর৷

বৃহস্পতিবার শপথ নিতে পারেন তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তী৷ নাম শোনা যাচ্ছে করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্রর৷ তৃণমূল সূত্রে খবর, দলের কাজে বেশ দক্ষ হয়ে উঠেছেন মহুয়া৷ ইদানিং অসমে এনআরসি ইস্যু থেকে অসমে জঙ্গি হামলায় নিহত ৫ বাঙালির পরিবারের পাশে দাঁড়ানো৷ দলে যথেষ্ট গুরুত্ব বেড়েছে তাঁর৷

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কখন কি চলে তা স্বয়ং তিনিও বলতে পারবেন৷ এক মিনিট আগেও তা টের পাওয়ার ক্ষমতা কারর নেই৷ তাই এত জল্পনার মাঝেও অন্য কিছুও যে ঘটে যাবে না তাই বা কে বলতে পারে৷ তবে বৃহস্পতিবারের রদবদল পাকা হয়ে গিয়েছে৷

নবান্ন সূত্রে খবর, শুধু নতুন মুখই নয় দায়িত্ব কমানো হতে পারে পুরোনোদেরও৷ মন্ত্রিসভা থেকে পুরোনোদের অপসারনের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কারন মন্ত্রিসভার অনেকের কাজেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ আর তাই নতুনদের ভগ্যের সঙ্গে ওইদিন পুরোনোদের ভাগ্য পরীক্ষা হবে বলেই মনে করা হচ্ছে৷

Print Friendly

Related Posts