জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় ভবনে আগুন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীর পুরানা পল্টনের জামাল টাওয়ারে আগুন লেগেছে, ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

শুক্রবার ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনের ৯ তলায় আগুন লেগেছে, আর ৪র্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়।

আগুন বিষয়ে জানতে চাইলে ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লুৎফর রহমান হামিম বলেন, জামান টাওয়ারে যেহেতু ঐক্যফ্রন্টের কার্যালয়, নির্বাচনের আগে এটি একটি অন্যরকম ব্যাপার মনে হচ্ছে৷ আগুনের সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত। পানি লাইন, বিদ্যুৎ লাইন, ইন্টারনেট সংযোগ। আগুনের অজুহাত দিয়ে যদি এসব বন্ধ করে দেয় তাহলে তো আমাদের নির্বাচনী কার্যক্রমে সংকট তৈরি হবে। ফলে এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাই ভাবার বিষয়।

সূত্র:চ্যানেলআই

 

Print Friendly

Related Posts