বৌদ্ধ সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাত পুলিশ নিহত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্বাধীনতা দিবসের দিনেই হামলা৷ তাতেই নিহত সাত পুলিশকর্মী৷ ঘটনাস্থল সেই বিতর্কিত এলাকা রাখাইন প্রদেশ৷ মায়ানমারের এই এলাকায় আরাকান আর্মি হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে৷ হামলার পর থেকে বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী এলাকায় জারি হয়েছে কড়া সতর্কতা৷

শুক্রবার স্বাধীনতা দিবস পালন করছিল মায়ানমার সরকার৷ আর এই দিনটিতেই হল আরাকান আর্মির হামলা৷ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি স্বাধীনতা অর্জন করে দেশটি৷

আরাকান আর্মি: এটি একটি বৌদ্ধ সশস্ত্র সংগঠন৷ মায়ানমারের রাখাইন প্রদেশ (পূর্বতন আরাকান) এলাকায় তাদের একাধিক ক্যাম্প রয়েছে৷ আরাকান আর্মি তৈরি হয় ২০০৯ সালে৷ মায়ানমারের কাচিন প্রদেশ, চিন প্রদেশ, রাখাইন, শান এলাকায় তাদের উপস্থিতি জোরদার৷ সদস্য সংখ্যা প্রচুর৷

এই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী হল আরসা সংগঠন৷ এটি স্থানীয় মুসলিমদের সশস্ত্র সংগঠন হিসেবে পরিচিত৷ আরসা ও আরাকান আর্মির সংঘর্ষে আগেও রক্তাক্ত হয়েছে রাখাইন৷

আরাকান আর্মির লক্ষ্য আরাকানিদের স্বার্থ রক্ষা৷ মূলত স্থানীয় বৌদ্ধদের নিয়ে তৈরি হওয়া সংগঠনটি ক্রমে তার সংগঠন বাড়িয়ে নেয়৷

Print Friendly

Related Posts