পবিপ্রবি’র পাঠ্যসূচিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভূক্তির দাবি

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভূক্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের সভাপতি মোশায়েদুল ইসলাম সাদি।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ দাবি জানান তিনি। “পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সাদি এসময় বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা অনিবার্য। একারনে পাঠ্যসূচিতে বঙ্গবন্ধু ও স্বাধীনতা ইতিহাস সংযোজন করা এখন সময়ের দাবি।”

উল্লেখ্য, সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ।

Print Friendly

Related Posts