বছরের শুরুটাও জয়ে রাঙাল মেসিরা, রিয়াল হেরে তলানীতে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঘরের মাঠে হেরে রিয়াল মাদ্রিদ পয়েন্ট খোয়ালেও লা লিগায় জয়ের ধারা বজায় রাখল বার্সেলোনা৷ এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ড্র করে পয়েন্ট ভাগ করে নেওয়ায় লিগ টেবিলের শীর্ষে থাকা মেসিদের অবস্থান আরও দৃঢ় হল৷

স্যান্টিয়াগো বার্নাব্যু’তে প্রথম দশের বাইরে থাকা রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ০-২ গোলে হেরে বসে রিয়াল মাদ্রিদ৷ ম্যাচের একেবারে শুরুতেই পেনাল্টি পেয়ে যায় সোসিয়েদাদ৷ ৩ মিনিটের মাথায় উইলিয়ান জোস স্পট-কিক থেকে গোল করে ১-০ এগিয়ে দেন সোসিয়েদাদকে৷ প্রথমার্ধের শেষবেলায় লুকাসের শট পোস্টে প্রতিহত হওয়ায় ম্যাচে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হয় মাদ্রিদের৷

৬১ মিনিটের মাথায় জোড়া হলুদ কার্ড দেখার দায়ে লুকাসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেন রেফারি৷ ফলে শেষ আধ ঘণ্টা সময় ১০ জনে খেলতে হয় মাদ্রিদকে৷ সেই সুযোগে ৮৩ মিনিটে উইলিয়ানের পাস থেকে গোল করে স্কোর-লাইন ২-০ করেন রুবেন পারদো৷ দ্বিতীয়ার্ধে মাদ্রিদের একটি পেনাল্টির আবেদন নাকচ করে রেফারি৷ এই ম্যাচে হারের ফলে রিয়াল মাদ্রিদ ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে যায়৷ সোসিয়েদাদ সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অপ্রত্যাশিতভাবে ১২ নম্বরে উঠে আসে৷

অন্যদিকে গেটাফেকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখে বার্সেলোনা৷ বরং বলা ভালো পয়েন্ট টেবিলে নিজেদের এক নম্বর স্থান আরও মজবুত করেন মেসিরা৷ ম্যাচের প্রথমার্ধেই একসময় ২-০ গোলে এগিয়ে যায় বার্সা৷ হাফটাইমের আগেই একটি গোল শোধ করে গেটাফে৷ দ্বিতীয়ার্ধের খেলা গোলশূন্য থাকে ৷

২০ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোল করেন মেসি৷ ৩৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে দ্বিগুন করেন সুয়ারেজ৷ ৪৩ মিনিটে ব্যবধান কমান জাইম মাতা৷ এই জয়ের ফলে ১৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ৪০৷ তারা লিগ শীর্ষে রয়েছে৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাওয়ে ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় তাদের থেকে বার্সার পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫৷

Print Friendly

Related Posts