ইউএপিতে নারী উদ্যোক্তা ফেস্ট অনুষ্ঠিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গত ২১ জানুয়ারি ইউনিভাসির্টি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) দিনব্যাপী নারী উদ্যোক্তা ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএপির উপ উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউএপির ট্রেজারার এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক তারেক আজিজ এবং উদ্যোক্তা ও ক্যারিয়ার উন্নয়ন ক্লাবের উপদেষ্টা সিসিলি রহমান, শায়লা বিনতে সাইদ এবং আহমেদ তাওসিফ সাদ সহ আরো অনেকে।

ফেস্টে “বাংলাদেশের নারী উদ্যোক্তা” শিরোনামে অনেক নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্যের স্টল দেন।  প্রদর্শনীর উল্লেখযোগ্য পণ্য ছিল মশলা, হস্ত ও কুটির শিল্প, শাড়ী এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী। এই প্রদর্শনীর উদ্দেশ্য ছিল ক্রেতারা আস্তে আস্তে যেন আমদানীকৃত পণ্য থেকে সরে আসে এবং স্থানীয় বাজারের উপর নির্ভরতা বাড়ায়।

Print Friendly

Related Posts