চতলা করিমুন্নেছা মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি : ” বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র ” –  মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর এই মহান বাণী কে প্রতিপাদ্য করে, লালমোহন উপজেলার দক্ষিণ ধলীগৌরনগরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চতলা করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের সম্মানে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে ।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হলরুমে , করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি শহীদতনয়া শাহানা শান নাসিমার সভাপতিত্বে অনুষ্ঠিত মহতী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা সরকারি কলেজের উপাধ্যক্ষ সাজ্জাদ হোসেন ও ভোলা তিন আসনের সাংসদের ব্যক্তিগত সহকারী আজিমুদ্দীন লিটন শান ।
স্বাগত বক্তব্য রাখেন, করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ও সহসুপার মাওলানা মোহাম্মদ ওমর ফারুক । মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মফিজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্হানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন সেলিম ।
বিদায়ী পরীক্ষার্থীদের কন্ঠে একের পর এক ইসলামী সংগীত, ইসলামিক কবিতার চমৎকার আবৃত্তি অনুষ্ঠানটিকে অন্যরকম ব্যঞ্জনা দেয় ।
Print Friendly

Related Posts