মতলব উত্তরে বসতঘর পেল ৩৬৩ পরিবার

জাকির হোসেন বাদশা: মতলব উত্তরে ৩৬৩ টি বাসস্থানহীন অসহায় পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বসতঘর পেয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ প্রকল্পের আওতায় এ উপজেলায় ৪৭১ টি ঘর নির্মাণ করা হবে। এরমধ্যে ৩৬৩ টি ঘর নির্মাণ শেষে সোমবার পরিবারগুলোকে বুজিয়ে দেন প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

শারমিন আক্তার জানান, প্রধামন্ত্রীর বিশেষ প্রকল্প যাদের জমি আছে, ঘর নেই। তাদের জন্য এ উপজেলায় ৪৭১ টি ঘর নির্মাণ করা হবে। এরমধ্যে ছেঙ্গারচর পৌরসভায় ৩৩০ টি ও এখলাছপুর ইউনিয়নে ১৪১ টি। বাকী ঘরগুলোর কাজ চলমান রয়েছে। তিনি আরও জানান, যাদের ঘর ছিলনা, মাথা গোজার ঠাঁই ছিল না, খুব কস্টে দিন কাটাত। এখন তারা আরামে বসবাস করতে পারবে। ঘর পেয়ে তারা এখন অনেক খুশি।

সুবিধাভোগীরা জানান, আমাদের থাকার ঘর ছিল না। এখন প্রধামন্ত্রী আমাদের ঘর দিছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।

Print Friendly

Related Posts