বরগুনায় দুঃস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

ইফতেখার শাহীন, বরগুনা : বরগুনায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে দুঃস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বরগুনার জেলা প্রশাসক কবির মাহমুদ ৩ টি দুঃস্থ পরিবারকে এক একটি পরিবারের মাঝে ২ বান্ড্রিল টিন ও নগদ অর্থ ৬ হাজার টাকা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল্ নোমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রঞ্জিত সরকার, জেলা কৃষক লীগের সভাপতি কেএম আবদুর রশীদ প্রমূখ।

দুঃস্থ পরিবারগুলো হলো বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামের বিষ্ণু রানী, মোসাঃ হেলেনা ও এলিজা।

বিষ্ণু রানী এ সাহায্য পেয়ে বলেন, আমরা খুব গরীব পরিবার। এই টাকা ও টিন পেয়ে আমিসহ আমার পরিবার খুবই উপকৃত হলাম, এজন্য বর্তমান সরকারের কাছে আমি কৃতজ্ঞ ও এসরকারকে অভিনন্দন জানাচ্ছি।

Print Friendly

Related Posts