স্বার্থক জন্ম আমার

এবিএম সাহাব উদ্দিন

 

স্বার্থক জন্ম আমার জন্মেছি এ দেশে

যেখানে সবুজ শ্যামলীমা আকাশের কোল ঘেঁষে
দিগন্তে মেলেছে পাখা।
হলুদ চাদর পাতে বিস্তির্ণ মাঠ,
উড়ে চলে শুভ্র বক সারি সারি
যেন এক অপূর্ব রঙছবি জুড়ি বদলে গেছে
পুরো চিত্রপট। মেঘের আড়াল ভেদ করে
নদীজল জলাশয়ে সূর্যালোক ঝিলমিল খেলা করে,
পাড়ে কাশবন ফুলে ফুলে সাদা,
বহে কি মাতাল সমীরন!
দুলে দুলে উঠে করে খেলা।
এখনে ঝিলের জলে সারি সারি
হা্ঁস দলবেঁধে জলকেলি করে,
কখনো সবুজ গালিচায় ঢেকে যায়
আমার প্রিয়তম স্বদেশ, আমি জন্মেছি এই দেশে।

20+

কোথা আছে বল এ দেশের মত
দোয়েল, কোয়েল, ঘুঘু, শ্যামা, টিয়ে,
হাজার গানের পাখি,
এমন অনিন্দ্য শৈল্পিকতা, অপূর্ব নিসর্গ দেখেছে কে?
কোথা আছে এত গান, জারী সারি ভাটিয়ালি
পল্লীগিতি, ভাওয়াইয়া, লালন,
কোথা আছে এত সুমিষ্ট ভাষা,
কোন দেশ দিয়েছে এত প্রাণ বিসর্জন! কোথা থাকে
মিলে মিশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান।
কোথা এত বিচিত্র বারমাসি, উন্নত অপূর্ব সংস্কৃতি
যা ধারণ করেছে জাতি, দা্ঁড়িয়েছে মাথা তুলে;
চিনিয়েছে বিশ্বকে আছে এক দেশ-
সে আমার বাংলাদেশ। এ দেশে রয়েছে বিচিত্র
ঋতু সমাহার, গ্রীষ্মের দৃপ্ত সূর্যালোক
হাজার ফুলে ফলে ভরা আমার গর্বিত মাতৃভূমি।

Dupur-Moni

বর্ষায় বৃষ্টির মাদকতা, শরতের মেঘমুক্ত সুনীল আকাশ,
হেমন্তে নদীপাড়ে কাশবনে মৃদুমন্দ বাতাসের দোল খাওয়া,
শীতে নানা পার্বণে হাজার রকম পিঠা,
বসন্তে মৌ মৌ ফুলঘ্রাণে রোমাঞ্চভরা বাতাসের শিহরণ।
কোথায় এমন ভোরের নৈঃশব্দ ভেদ করে
সকরুণ সুরে ভেসে আসে আজানের ধ্বনি,
শোনা যায় মন্দিরে শাঁখের শব্দ,
গির্জার ঘন্টাধ্বনি। এ আমার দেশ যেখানে
রয়েছে আমার কবিতার উপসর্গ উপকরণ,
প্রাণপ্রিয় বর্ণালী চিত্রপট,
লাল সবুজের পতাকায় উড্ডীন
তুমি আমার আজন্ম চেনা আমৃত্যু ঋণ
তোমাতে আমার অবনত হোক মাথা ।।

Print Friendly

Related Posts