সন্ধ্যায় যুদ্ধ, তবু গেইলকে নিয়েই ঢাকার ভয়!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ টি-টোয়েন্টি ক্রিকেটে প্রশ্নাতীতভাবে সর্বকালের সেরা তিনি। আছে ২১টি সেঞ্চুরি, যার পাঁচটিরই সাক্ষী মিরপুর, বিপিএল। বিপিএলে এসে প্রতিবারই আসর মাত করা ক্রিস গেইলের সেরা সময় দেখা মিলেছে যে মাঠে, সেখানেই তার পড়ন্ত বিকেল যেন দিচ্ছে দিন ফুরানোর আভাস! পুরো আসরে তো বটেই, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গেইলের ‘অগেইলীয়’ ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের ডুবে যাওয়ার পর এই প্রশ্নটিই আরও বড় হতে চলেছে।

প্রথম রাউন্ডে নিজের চিরায়ত স্বভাবের বাইরে গিয়ে পেয়েছিলেন এক ফিফটি, বাদ বাকি ম্যাচে রান না পেয়ে ধুঁকেছেন। আগেরবারের মতো প্লে অফে বুঝি গেইল ধামাকার দেখা মিলবে এই আশায় ছিলেন সবাই। কিন্তু প্লে অফেও সেই বেহাল দশা। গত সোমবার রাতে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরে ফাইনালে যাওয়ার প্রথম সুযোগ হাতছাড়া করেছে রংপুর। এই ম্যাচে ৪৬ রান করেও দলের হারে দায় অনেকটা গেইলেরই।

একদিকে রংপুর যেখানে রান না পাওয়া গেইলকে নিয়ে খেদ নিয়েও বাঁধছে আশা ঠিক তার বীপরিত চিত্র আজকের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস শিবিরে। এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৮.৮০ গড়ে মাত্র ১৮৮ রান করেছেন গেইল। যার মধ্যে চল্লিশোর্ধ ইনিংস মাত্র দুটি। সেগুলোও ঠিক যেন ‘গেইলসুলভ’ নয়। কুমিল্লার মত এই ঢাকার বিপক্ষে ৫৫ রান করেছিলেন ৪০ বলে। আর গেইলের এই খেলতে না পারাটাই ভাবাচ্ছে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনকে, ‘ক্রিস (গেইল) খেলতে পারছে না, এটি আসলে ভয়েরই কারণ। এর আগের ফাইনালে ক্রিস গেইলের একশই আমাদের পেছনে ফেলে দিয়েছিল। ক্রিস গেইল হলো ক্রিস গেইল। এটি আসলে তুলনা করার কিছু নেই।’

গত বিপিএলেও টুর্নামেন্টের অনেকটা অংশজুড়ে রান পাননি গেইল। তবে শেষ তিন ম্যাচে করেছিলেন দুই সেঞ্চুরি। এর মধ্যে ফাইনালে তার মাত্র ৬৯ বলে অপরাজিত ১৪৬ রানের দানবীয় ইনিংস ঢাকার শিরোপা-স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিল। সেটিও মনে করিয়ে দিলেন খালেদ। তবে গেইলকে নিয়ে আলাদা করে চিন্তার কিছু দেখছেন না ঢাকার কোচ, ‘সে কখন মারবে কি মারবে না, সেটি তার ব্যাপার। ক্রিসকে নিয়ে আলাদা করে সেভাবে চিন্তা করার কিছু নেই যে মারছে না বা প্রথম বল থেকে হয়তো মারা শুরু করবে। তো আমার কথা সেটি না। এরপরও আমরা ক্রিসকে নিয়ে পরিকল্পনা করি আর পরিকল্পনা বাস্তবায়ন করাটাই বড় ব্যাপার। ওদের ম্যাচ উইনার অনেক আছে। রাইলি রুশো আছে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সুতরাং আমি বলব যে এই কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো ক্রিকেটার সে এবং গেম চেঞ্জার। মাশরাফির কথা আলাদা করে বলতেই হয়। আর ওদের যারাই আছে তারাই ভালো খেলতে সক্ষম।’

Print Friendly

Related Posts