রিপন শান এর কবিতা

ও সীমন্তিনী
রুদ্ধশ্বাস নড়েচড়ে ছাতিম বৃক্ষের ডালে
স্মৃতিকষ্ট ফুঁপিয়ে কাঁদে
সুবিন্যাস্ত লাউয়ের মাচায় ।
আকাশছোঁয়া সৃষ্টিশাখায় দোয়েলের কিচিরমিচির
শীতদুপুরের মিষ্টিরোদে ওম নেয়
চিরসবুজ দুঃখের গাঢ় চর্যাপদ ।
জানলার কার্নিশ থেকে তীর্যকটানা বিদ্যুততারে
পুচ্ছ নাচায় একঝাঁক মহাকালের ফিঙে
স্বরচিত ভেন্টিলেটরে আয়েশ করে অদ্ভুত চড়ুই ।
জীবনতো দুঃখের কফিনমোড়ানো
শাদা মেঘের স্রোত…….
ও সীমন্তিনী,
পরিযায়ী পাখি হয়ে উড়ে আসো একবার
দ্বীপদেশের অন্তহীন সাগর মোহনায় ।
Print Friendly

Related Posts