মতলব উত্তরে মানবাধিকার সংগঠনের আলোচনা সভা

মতলব উত্তর প্রতিনিধি:  ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এর মতলব উত্তর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অত্র মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ইসমাইল খান টিটু।

সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অত্র সংগঠনের উপদেষ্টা রোটা. আব্দুল লতিফ মিয়াজী, কো-চেয়ারম্যান মিলাদ বেপারী, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সরকার, মুজিবুর রহমান মাস্টার, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, হুমায়ুন কবির, মোঃ কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, আব্দুল হক, বাহা উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. দুলাল সরকার, সদস্য আকতার আহমেদ, মোঃ শাহআলম সরকার, শাহ আলম, মোঃ কামরুল হাসান রাব্বী প্রমুখ। সভায় সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায়, ২১ ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সদস্যদের মাসিক চাঁদা নির্ধারণ এবং নতুন সদস্য প্রণয়নসহ কয়েকটি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এছাড়াও সংগঠনের বিগত দিনের সফল কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচী এবং বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন সভাপতি ও সকল সদস্যবৃন্দ।

Print Friendly

Related Posts