তালা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মুরশীদা পারভীন পাঁপড়ি’র গণসংযোগ

তালা প্রতিনিধি: তালা উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুরশীদা পারভীন পাঁপড়ি তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া বাজার ও গুরুত্বপুর্ণ স্থানে বুধবার গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি দলীয় নেতাকর্মী ও ভোটারদের  কাছে দোয়া ও সমর্থন চান।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রীধারী মুরশীদা পারভীন পাঁপড়ি বলেন, নির্বাচিত হলে তিনি তালা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরে কাজ করবেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে পড়াশুনাকালীন সময়ে তিনি ছাত্রলীগের নেত্রী ছিলেন। পড়ালেখা শেষে নিজ এলাকায় ফিরে তিনি এনজিও ‘শিপা’  প্রতিষ্ঠিত করেন। এছাড়া সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য ‘ শিপা শিশু পল্লী’ নামে একটি স্কুল প্রতিষ্ঠিত করেন।

এছাড়া তিনি দেশের মৎস্য খামার মালিকদের একমাত্র ও বৃহৎ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন (ফোয়াব) এর সাংগঠনিক সম্পাদক।

Print Friendly

Related Posts