পবিপ্রবিতে প্রেম বঞ্চিতদের কমিটি

মো. নাঈম হোসেন, পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রেম বঞ্চিতদের সংগঠন সিঙ্গেল এসোসিয়েশনের কমিটি গঠন হয়েছে। কৃষি অনুষদের ১৭তম ব্যাচের শিার্থী তুহিন রায়হানকে সভাপতি এবং ইশরাক বিশালকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তানভির আহমেদ, মাসুদ মুন্না, সোহানুর রহমান সোহান, তৌহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম শাওন, আমিনুল ইসলাম তারা, মঞ্জুরুল ইসলাম সায়াদ, শহিদুল ইসলাম শামীম, রেজাউল ইসলাম রেজা, মোঃ আনিসুর রহমান, শরিফ মোহাইমিনুল সাব্বির, শিপুল চন্দ্র শীল, এম এইচ রাজিন, শাকিল আহমেদ স্কাই, মোঃ আল-আমিন, মোঃ রুবেল ইসলাম, অর্ণব ভট্টাচার্য, অমৃত তালুকদার, হাসান আল মামুন, জুনায়েদ কামাল, তোফাজ্জল আহমেদ তুফা, মেহেদী শুভ, এম এইচ আলামিন, সুরঞ্জন ঢালী, মেহেদি এম এল, তানভির নিলয়, জুগল চন্দ্র বড়াল, রনি আহমেদ ধ্রুব, তজিম বং, আব্দুল্লাহ আল রাইয়ান, তাসমিরুল রিফাত, আব্দুল কাদের, সোহেল রানা আবিদুর রহমান আবিদ, মোঃ কাউছার মিনা।

যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাওসার, মেরাজুল ইসলাম মিরাজ, জয় কলিংস সরকার, মেহেদী হাসান রানা, সৈয়দ হাসান ইকবাল, আশরাফুল খান রুবায়েদ, হাসনাত বিলাশ, রাকিব মৃধা, সাজেদুজ্জামান রাতুল, আবদুল্লাহ আল নাহিন, ইফরান আল রাফি, ফয়জুল করিম সিফাত, নাজমুল ইসলাম সাগর, তাসফির আহমেদ সুফল প্রমুখ।

নবগঠিত কমিটির সভাপতি তুহিন রায়হান বলেন, আমরা প্রেম চাই সবার জন্য। প্রেম কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না-তা হবে না। প্রেম পেতে আমার কমিটি ভবিষ্যতে বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষনা দেবে।

Print Friendly

Related Posts