ফটোসাংবাদিক মোঃ ফরহাদ হোসেন আর নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ ফটোসাংবাদিক মোঃ ফরহাদ হোসেন আর নেই। তিনি আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় দক্ষিণ বনশ্রী এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)।

মোঃ ফরহাদ হোসেন প্রায় নয় বছর ধরে পক্ষঘাতসহ নানারোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী  ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোঃ ফরহাদ হোসেন কর্মজীবনে দ্য নিউ নেশন পত্রিকার সাবেক চীফ ফটোসাংবাদিক ১৯৭২ সালে দৈনিক সংবাদে ফটোসাংবাদিক হিসেবে পেশা শুরু করেন।  দৈনিক জনতা, রুপালীতেও কাজ করেন। আজ রাতে আনুমানিক ১০ টার সময় দক্ষিন বনশ্রী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

জাতীয় প্রেস কাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে মোঃ ফরহাদ হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

সূত্র : মাঈনুল আলম, যুগ্ম সম্পাদক- জাতীয় প্রেস ক্লাব

Print Friendly

Related Posts