বরগুনায় আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর

ইফতেখার শাহীন,বরগুনা : যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মান আশ্রয়ন-০২ প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলায় উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিন লাকুরতলা গ্রামে পহলান বাড়ীর চত্বরে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আশ্রয়ন প্রকল্পের অধীন উপজেলায় বরাদ্দকৃত ১৮০ টি নির্মিত গৃহের শুভ উদ্ভোধন করেন ও উপকারভোগী রাজু আহম্মেদের নামে বরাদ্দকৃত গৃহের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথী বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।

গৌরীচন্না ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ শওকত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রঞ্জিত কুমার সরকার, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, এশিয়ান জার্নালিষ্ট বরগুনা জেলা শাখার সভাপতি ইফতেখার শাহীন প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly

Related Posts