বংশীতে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লক্ষ টাকা জরিমানা

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অবৈধভাবে  মিনি  ড্রেজার  দিয়ে বালু উত্তোলন ও ভেকু দিয়েবালু কর্তন করায়  দুই লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মহিষাশী এলাকায় এ ভ্রাম্যমাণ   আদালত পরিচালনা করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম জানান, বংশী নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কয়েক দুর্বৃত্ত।  আজ বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছে।  এসময় ভেকুর সহকারী রাসেল এবং ড্রাম ট্রাকের চালক শাহীনকে আটক করা হয়। পরে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মহিশাষীতে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু জব্দ করা হয়েছে এবং দুটি ড্রেজার পুড়িয়ে দেওয়া হয়েছে।

Print Friendly

Related Posts