জঙ্গি হামলার আশঙ্কায় ধামরাইয়ে এসপির মতবিনিময় সভা

 রাসেল হোসেন,ধামরাই : জঙ্গি হামলার আশঙ্কা থাকায় ধামরাইয়ের অবস্থিত অর্থ লেন-দেনের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, গার্মেন্ট, সিএনজি ফিলিং স্টেশন, বিকাশ এজেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এক মত বিনিময় সভা করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার।

বুধবার দুপুরে ধামরাই থানা পুলিশের আয়োজনে থানা  চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপি শাহ মিজান শাফিউর রহমান।

তিনি বলেন, ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় অর্থ লেনদেন সংক্রান্ত যেসব প্রতিষ্ঠান বা গুরুত্বপূর্ণ হাটবাজার রয়েছে সেখানে জঙ্গিরা হামলা চালিয়ে টাকা পয়সা লুট করতে পারে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান।

Print Friendly

Related Posts