বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী দল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লেগস্পিনার টড অ্যাস্টলকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন টেস্টের সিরিজের দল দিয়েছে নিউজিল্যান্ড। ২০১২ থেকে এ অবধি সাদা পোশাকে কেবল তিনটি ম্যাচ খেলেছেন অ্যাস্টল।

ব্যাটিং ও পেস আক্রমণে নিয়মিত মুখদেরই জায়গা মিলেছে। ১৩ সদস্যের দলে আছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা উইল ইয়ং।

আসছে বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, ম্যাচ হ্যামিল্টনে। পরের দুই টেস্ট ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। তার আগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়েটলিং, উইল ইয়ং।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন।

Print Friendly

Related Posts