টি-টুয়েন্টিতে জাজাই ঝড়, রেকর্ড বইয়ে উলট-পালট (ভিডিও)

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আফগানিস্তানের বাঁহাতি ওপেনার হযরতউল্লাহ জাজাই টি-টুয়েন্টির রেকর্ড বইয়ে তাণ্ডব চালিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তার দল পেয়েছে ৮৪ রানের দারুণ এক জয়।

দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আগে ব্যাট করে জাজাইয়ের দেড়শ পেরোনো অপরাজিত ইনিংসে ৩ উইকেটে ২৭৮ রান তোলে আফগানিস্তান। টি-টুয়েন্টিতে যেটি দলীয় সর্বোচ্চের রেকর্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৪ রানে থামে আইরিশরা।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ২৭৮/৩ (জাজাই ১৬২*, গনি ৭৩, শফিকউল্লাহ ৭, নবি ১৭, জাদরান ১*; লিটল ১/৪৯, র‌্যানকিন ১/৩৫, চেইস ১/৪৩, ডকরেল ০/২৪, গেটকেট ০/৪৮, সিমি ০/১৬, স্টার্লিং ০/২৪, ও’ব্রায়েন ০/৩৫)

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৯৪/৬ (স্টার্লিং ৯১, ও’ব্রায়েন ৩৭, বালবার্নি ২, টাকার ২, গেটকেট ২৪, ডকরেল ০, সিমি ১৭*, পয়েন্টার ১৫*; মুজিব ১/৩০, ফরিদ ১/৪৫, নবি ০/৩৬, জানাত ০/৩০, শিনওয়ারি ০/২৮, রশিদ ৪/২৫)

ফল: আফগানিস্তান ৮৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হজরতউল্লাহ জাজাই

https://www.youtube.com/watch?v=q9wKfD55HnA

Print Friendly

Related Posts