চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’র আর্টিস্ট চুড়ান্ত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ছোট পর্দায় নির্মাতা হিসেবে চয়নিকা চৌধুরীর বিচরণ দেড় যুগ ধরে। প্রথম নাটক লিখেছেন সেই ১৯৯৮ সালে। তারপর থেকে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। নির্মাণ করেছেন অসংখ্যা খণ্ড নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক নাটক। সো-বিজে যখন প্রবেশ করেন তখন থেকেই মনে সুপ্ত ইচ্ছা একদিন সিনেমা বানাবেন। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে তার। অবশেষে চলচ্চিত্র নির্মাণে হাত দিলেন চয়নিকা চৌধুরী।

এবছর ভালোবাসা দিবসেই ঘোষণা দিয়েছিলেন নির্মাণের। জানিয়েছিলেন সিনেমার নামও। রুম্মান রশিদ খানের চিত্রনাট্যে চলচ্চিত্রটির নাম রেখেছেন ‘বিশ্ব সুন্দরী’। এবার জানালেন আর্টিস্ট চূড়ান্ত হয়ে গেছে। ‘আমার ছবিতে যারা অভিনয় করবেন তাদের প্রায় সবার সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গেছে। এখন সাংবাদিক বন্ধুদের সাথে চূড়ান্ত হওয়া আর্টিস্ট, ডিওপি ও আমার প্রযোজকসহ একটি মিটের আয়োজন করবো চলতি সপ্তাহেই। সেদিনই সবাই ছবিটি নিয়ে চূড়ান্ত ঘোষণা জানতে পারবেন।’

চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘বহুদিন ধরেই সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুনে আসছি, ‘আপনি চলচ্চিত্র বানাচ্ছেন কবে’। আমি নিজেও চলচ্চিত্র নির্মাণের জন্য মুখিয়ে ছিলাম, কিন্তু মনের মতো গল্পই পাচ্ছিলাম না। যে গল্প দেখে দর্শক হাসবে, কাঁদবে! অবশেষে ‘বিশ্ব সুন্দরী’র গল্পটি পেলাম। যা হয়তো দেশের দর্শককে ছুঁয়ে যেতে পারবে।’

Print Friendly

Related Posts