ঢাকায় আদালতের লিফট ছিঁড়ে পড়ে আহত ১৪

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঢাকা জেলা দায়রা জজ আদালতে ছয়তলা ভবনের একটি লিফট ছিঁড়ে পড়ে আহত হয়েছেন অন্তত ১৪ জন। বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিঠু, সুমন ও জাহাঙ্গীর নামে তিনজনের নাম জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, পুরোনো ঢাকার জজকোর্টের ছয়তলা ভবনের একটি লিফট উপর থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে লিফটম্যানসহ সেখানে থাকা ১২ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

আহতদের মধ্যে এক মহিলা আইনজীবীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট কাউসার।

 তিনি বলেন, ১৪ জন গুরুতর আহত হয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহতের খবর তিনি পাননি।

ঢাকা আইনজীবী সমিতিরর সদস্য অ্যাড‌ভো‌কেট মো. আবুল কা‌সেম না‌দিম জানান, ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। লিফটের মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা ছিলেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, পুরোনো ঢাকার জজকোর্টের ছয়তলা ভবনের একটি লিফট উপর থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

Print Friendly

Related Posts