রাঢ়ীকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার নির্বাচনে জয়ী যারা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ২০৪ ভোটের বিপরীতে লড়েছেন ১০ জন প্রার্থী।

নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান। আইন-শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে ছিলেন এএসআই মোঃ হালিম ও এএসআই মোঃ কাওছার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

নির্বাচনে সাধারণ সদস্য পদে দুইটি প্যানেলে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ১নং ব্যালটে আলী আজ্জম খান, ২নং ব্যালটে আব্দুল্লাহ সরকার, ৩নং ব্যালটে মিজানুর রহমান সরকার, ৪নং ব্যালটে মোস্তফা চৌধুরী, ৫নং ব্যালটে মিজানুর রহমান, ৬নং মোজাম্মেল হক, ৭নং ব্যালটে মিলন সরকার ও ৮নং ব্যালটে আল মাহমুদ (মহীন)। পাশাপাশি সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১নং ব্যালটে জাহানারা বেগম ও ২নং ব্যালটে হেলেনা আক্তার প্রতিদ্বন্দিতা করেন।

মোট ২০৪ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ১৬৩ ভোট। বাতিল হয়েছে ১১ ভোট। ২নং ব্যালটে ৯৩ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ সরকার। ৩নং ব্যালটে ৯২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মিজানুর রহমান সরকার, ১নং ব্যালটে ৯১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আলী আজম খান ও ৪নং ব্যালটে ৮১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মোস্তফা চৌধুরী। মহিলা সদস্য পদে ১নং ব্যালটে ৯০ ভোট পেয়ে জাহানারা বেগম নির্বাচিত হয়েছেন।

Print Friendly

Related Posts