বরগুনায় শিক্ষকদের মানববন্ধন

ইফতেখার শাহীন, বরগুনা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতার দাবীতে বরগুনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বরগুনা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ব্যানারে আজ বেলা ১১ টায় বরগুনা পিটিআই প্রাঙ্গনে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের বর্তমানে ১২তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতন-ভাতা প্রদান করছে সরকার। তাদের দাবী, এটি একটি বৈষম্য মূলক আচরণ। কারণ প্রধান শিক্ষকের চেয়ে সহকারি শিক্ষকরা বিদ্যালয়ে অবদান কম রাখেন না। পাঠদানের ক্ষেত্রে সহকারি শিক্ষকরা আরও বেশি ভূমিকা পালন করেন বলে তাদের দাবী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আন্দোলন কমিটির তালতলী শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমান, বরগুনা সদর উপজেলা সহকারি শিক্ষক মহাজোটের সভাপতি জুলফিকার আলী, মুন্নি রহমান ও মোস্তারী প্রমূখ।

 

Print Friendly

Related Posts