`ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হলো’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এক বিবৃতিতে তিনি বলেন, ২৮ বছর পর শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন, তাদের মতের প্রকাশ ঘটাতে। কিন্তু নির্লজ্জভাবে অন্যান্য নির্বাচনের মতো এখানেও জালিয়াতি করা হলো। এটি কলঙ্কিত করল ডাকসুকে। তারা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। সরকার যে নির্বাচনী সংস্কৃতি চালু করেছে, তা রুখে দিতে না পারলে এভাবেই জাতীয় নির্বাচনের মতো সকল নির্বাচনের মাজা ভেঙ্গে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করবে।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মতোই ঢাবি মৈত্রী হলে ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে। এই ঘটনা গোটা জাতির জন্য বড় লজ্জার। আমরা এধরণের নির্লজ্জ নির্বাচনের নামে ধোকাবাজির নিন্দা ও প্রতিবাদ জানাই। বিজ্ঞপ্তি।

Print Friendly

Related Posts